খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: চার কুর্দি পেশমার্গা যোদ্ধাকে শিরñেদের ভিডিও প্রকাশ করেছে আইএস (ইসলামিক স্টেট)। অনলাইনে গত শুক্রবার প্রকাশ করা ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে। খবর সিএনএনের।
১৫ মিনিটের ওই ভিডিওতে মুখোশ পরিহিত শিরñেদকারীকে ইংরেজিতে বক্তব্য দিতে দেখা গেছে। তবে তার কণ্ঠ জিহাদি জনের মতো নয়।
সম্প্রতি মার্কিন, ইরাকী ও কুর্দি বাহিনী যৌথ অভিযান চালিয়ে অপহৃত ৭০ কুর্দিকে উদ্ধার করে। এরই পরিণামস্বরূপ এই চার বন্দীকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছে আইএস।
আইএসের এই হত্যাকাণ্ডের ব্যাপারে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের এক মুখপাত্র দিন্দার জাবারি বলেন, আইএস মানবাধিকারের প্রতি সম্মান দেখায়নি। তবে আমরা সংগঠনটির ২১৫ জন বন্দীর প্রতি আন্তর্জাতিক মানবাধিকার রীতি অনুযায়ী আচরণ করছি।
তিনি আরও বলেন, সম্প্রতি অভিযান চালিয়ে ২০ আইএস যোদ্ধাকে হত্যা ও ছয়জনকে আটক করা হয়েছে।
–