Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ 51বাহিনীর কয়েকডজন সেনা সদস্যকে সিরিয়া পাঠানোর পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
আইএসের বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোকে পরামর্শ দেওয়ার লক্ষ্যেই এসব সেনা সদস্যদের পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, আসছে সপ্তায় প্রায় ৫০ জন সেনাকে সিরিয়ার উত্তরাঞ্চলে পাঠানো হবে। কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনো সম্মুখ লড়াইয়ে অংশ নেবে না।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরো জানিয়েছেন, সিরিয়ায় বিশেষ বাহিনীর এই ক্ষুদ্র দলটি আইএসের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় ‘উদার বিদ্রোহীদের’ সঙ্গে কাজ করবে। একে যুদ্ধ মিশন বলে বিবেচনা করা ঠিক হবে না বলে কর্মকর্তারা দাবি করেছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেছেন, “প্রেসিডেন্ট (ওবামা) এ ব্যাপারে নিশ্চিত যে, ইরাক ও সিরিয়া যে সমস্যায় ডুবে যাচ্ছে তার সমাধান সামরিকভাবে সম্ভব নয়। কূটনৈতিক প্রক্রিয়াতেই কেবল এটি সমাধান করা সম্ভব।”
হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট। ছবি: রয়টার্স হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট। ছবি: রয়টার্স আর্নেস্ট আরো বলেন, বিশেষ বাহিনীর এই মিশন হচ্ছে, স্থানীয় গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহযোগিতা দেওয়া।
সিরিয়ার পূর্বাঞ্চল এবং ইরাকের উত্তরাঞ্চলের বিশাল ভূখণ্ড দখল করে আইএস জঙ্গিরা ইসলামি রাষ্ট্র (খিলাফত) ঘোষণা করেছে। এরপর থেকে ওই অঞ্চলগুলোতে ত্রাসের রাজত্ব কায়েমে করেছে উগ্রপন্থি এই গোষ্ঠীটি।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসের বিভিন্ন স্থাপনা ও সদস্যদের লক্ষ করে বিমান হামলা চালিয়ে আসছে।