Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60 শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ সেথা শির; জোসে মরিনহোও তেমনই নিজের মাথা উঁচু রেখেছেন। কারণ, চেলসি কোচের চাকরি হারানোর বিষয়টি নিয়ে মরিনহো মোটেও ভীত নন। বরং ক্ষতি পুষিয়ে মৌসুমের বাকি সময়টায় কিভাবে দল সাফল্য পেতে পারে, তা নিয়েই ভাবছেন তিনি।
গত বারের একাধিক শিরোপা জয়ী দল। সেই চেলসির এবার বেহাল দশা। লিগ কাপের শিরোপা ইতোমধ্যে হারিয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপাও হারানোর শঙ্কায় পড়েছে দ্য ব্লুজ। কোচ হিসেবে এর সব দায় বর্তেছে মরিনহোর কাঁধে। এমনকি যে কোনো মুহূর্তে চেলসি তাকে বরখাস্ত করবে বলেও গুঞ্জন জোড়ালো হচ্ছে।
তবে ভয়হীন চিত্তের মরিনহো বলেছেন, ‘চাকরি নিয়ে ভীত নই আমি। ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন নই। দিনের একটি সেকেন্ডও এই নিয়ে ভাবি না আমি।’
শনিবার প্রিমিয়ার লিগের খেলায় লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। এর আগে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে মরিনহো আরও বলেছেন, ‘চেলসি এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে পারবে কীনা, এই বিষয়েও আমি নিশ্চিত নই। আর তাতে কিছু যায় আসেও না। কারণ, লিভারপুলও একটি বড় দল। কিন্তু গত বার তারা কিছুই জিততে পারেনি; চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাইও করতে পারেনি।’
মরিনহো অবশ্য যাই বলুন না কেন, চেলসির মতো একটি দল লিগ টেবিলের ১৫তম স্থানে পড়ে থাকবে; চেলসি কর্তৃপক্ষ নিশ্চয় তা মেনে নিতে পারবে না। মরিনহো তাই প্রচণ্ড চাপের মুখেই রয়েছেন। যদিও এই পর্তুগিজ কোচ বলেছেন যে চাপটা আসলে মিডিয়ার তৈরি করা