খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: চট্টগ্রাম আবাহনীর গতিময় ফুটবলের কাছে হেরে গেল কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল। সফরকারীদের ৩-১ গোলে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জিতে নিল স্বাগতিকরা। আন্তর্জাতিক কোনো ফুটবল টুর্নামেন্টে এটিই চট্টগ্রাম আবাহনীর প্রথম শিরোপা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনালের শুরুতে দারুণ খেলতে থাকে চট্রগ্রাম আবহনী। প্রথমার্ধের ৯ মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েও ইস্ট বেঙ্গলের জালে বল জড়াতে পারেনি এলিটা কিংসলে। সুযোগ হাত ছাড়ার মাশুল ১ মিনিট পরেই দিতে হয় তাদের। ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল করে খেলায় এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এরপর খেলায় উত্তেজনা বেড়ে যায়। চট্টগ্রাম আবাহনী গোল করার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। সেই সুযোগও আসে ম্যাচের ৪৫ মিনিটে। এবার আর সুযোগ হাতছাড়া করলেন না তারা।
জাহিদের কিকে হেড করে ইস্ট বেঙ্গলের জালে বল জড়িয়ে ম্যাচ ১-১ সমতায় আনেন চট্টগ্রাম আবাহনীর এলিটা কিংসলে। এই গোলের মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধের নির্ধারিত সময়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্ট বেঙ্গলকে চেপে ধরে চট্টগ্রাম আবাহনী। একের পর এক আক্রমণে ইস্ট বেঙ্গলের রক্ষণভাগে ফাটল ধরায় তারা। খেলার ৫৪ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে দলকে আবারও আনন্দে মাতান সেই এলিটা।। এর ঠিক দুই মিনিট আবারও গোল পায় জাহিদের দল। ইস্ট বেঙ্গলের দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে এলিটার বাড়ানো বলে হেমন্তের দুর্দান্ত হেডে দলকে ৩-১ এগিয়ে দেন। পিছিয়ে থেকে কলকাতার ইস্ট বেঙ্গল খেলায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে। তারা একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু কোনো আক্রমণই সাফল্যের মুখ দেখেনি। তাই তো ম্যাচ শেষে আনন্দে ভাসতে থাকে পুরো চট্টগ্রাম।