খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সব ধরনের সক্ষমতা বাংলাদেশের আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ন্যাশনাল লেভেল ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ অব ২০৩০ এজেন্ডা’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা, কো-অর্ডিনেন্স ও সুশাসনের কারণে অনেকে বলছেন এসডিজি অর্জন বাধাগ্রস্ত পারে। আমি বলছি, এসডিজি অর্জনের সব ধরনের সক্ষমতা আমাদের আছে।
মুস্তফা কামাল বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) চেয়ের এসডিজি অর্জনে তিনগুণ বেশি অর্থ লাগবে। অভ্যন্তরীণ সম্পদ দিয়ে এসডিজি অর্জন করতে হবে। এজন্য সরকারি ব্যয় দ্বিগুণ বাড়বে। অভ্যন্তরীণ সম্পদ আহরণের দিকে সরকার নজর দিয়েছে। ২০০৯ সালে রাজস্ব আহরণ হয়েছিল ৫৬ হাজার কোটি টাকা, অথচ গত বছরে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে ১ লাখ ৭৬ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাখাতে বরাদ্দ কমছে এমন অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, শিক্ষাখাতে প্রত্যক্ষভাবে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। পরোক্ষভাবে শিক্ষাখাতে আরো বরাদ্দ দেওয়া হয়। যেমন- প্রতিটি প্রকল্পেই শিক্ষা সংক্রান্ত নানা অঙ্গ প্রকল্প থাকে।
সরকারের সাফল্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। শতভাগ মানুষ সুপেয় পানি পাচ্ছে। ৯৯ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে। শিক্ষার হার বৃদ্ধিসহ মানবসম্পদের উন্নয়ন হচ্ছে।
ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে সংলাপে আরো উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী সাইদুর রহমান, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি এম মির্জা মো. আজিজুল ইসলাম প্রমুখ।