খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: স্বামীর শারীরিক উচ্চতা কম, এমন অভিযোগে তাকে তালাক দিতে যাচ্ছেন এক সৌদি নারী। তালাক হওয়া ওই দম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিয়ের বয়স মাত্র সাত মাস হয়েছে বলে জানিয়েছে ইনডিপেন্ডেন্ট।
গালফ নিউজ জানিয়েছে, স্বামীর তুলনায় লম্বা হওয়ায় তার ২০ বছর বয়সী স্ত্রীকে প্রায়ই হাসিঠাট্টার মুখে পড়তে হয়- যা আর সহ্য করতে পারছিলেন না ওই স্ত্রী। সৌদি আরবের ইতিহাসে এই ঘটনাকে অদ্ভুত বলে উল্লেখ করেছেন দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-কাতিফের অর্পিত সম্পত্তি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আল জিরানি।
এ ঘটনায় ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনার জন্য দায়ী করছেন ওই নারীকে। এক্ষেত্রে বিয়ের আগেই বিষয়টি ওই নারীর লক্ষ্য করা উচিত ছিল বলে মনে করছেন তারা। আবার অনেকে বিষয়টিকে দেখছেন একটি সাহসী পদক্ষেপ হিসেবে। এর আগে গত মে মাসে সৌদি আরবেই গাড়ি চালানোর অপরাধে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন এক ব্যক্তি।