Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুই প্রকাশনা সংস্থার 75অফিসে হামলার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ হামলাকারীদের জামাত-শিবির ও বিএনপির খণ্ডিত অংশ বলে দাবি করেছেন।
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “ব্লগারদের বা মুক্তচিন্তার মানুষদের উপর হামলাকারীরা দেশ ও সরকারকে অস্থীতিশীল করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়।
“কেউ আনসারুল্লাহ বাংলা টিম, কেউ জেএমবি, কেউ হরকাতুল জিহাদ, কেউ হুজি বিভিন্ন নাম দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করছে। এরা জামাত-শিবির বিএনপির খণ্ডিত অংশ, বিভিন্ন সময়ে বিভিন্ন নামে নাশকতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। আজকে ব্লগারদের উপর হামলা হয়েছে এটা তাদেরই অংশ।”
দুপুরে রাজধানীর লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর বিকালে ঢাকার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় অপর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
টুটুল প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’ এবং দীপক ‘জাগৃতি’র স্বত্বাধিকারী। তারা উভয়ই সন্ত্রাসী হামলায় নিহত বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিতের বইয়ের প্রকাশ।