Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: লিওনেল মেসিই বার্সেলোনাকে বিশ্বের সেরা দলে পরিণত করেছে 79বলে মনে করেন ক্লাবটির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।
স্পেনের লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। এর পর থেকে মাঠের বাইরে আছেন আর্জেন্টিনার অধিনায়ক।
মেসির অনুপস্থিতিতে বার্সেলোনাকে ভালোভাবেই টেনে নিয়ে যাচ্ছেন লুইস সুয়ারেস ও নেইমার। তবে মেসির কোনো বিকল্প নেই বলে মনে করেন ব্রাভো।
“লিও অনন্য এক খেলোয়াড়। সে আমাদের বাড়তি কিছু দেয়।”
দলের আর দুই বড় তারকা সুয়ারেস ও নেইমারেরও প্রশংসা করেন ব্রাভো।
“আমাদের আরও খেলোয়াড় আছে, যাদের একই রকম সার্মথ্য আছে। এই যেমন, লুইস ও নেইমার। এরা খুবই ভালো করছে।”
আক্রমণভাগের এই দুই খেলোয়াড়কে নিয়ে আলাদাভাবেও কথা বলেন ব্রাভো।
“আমি সেই প্রথম থেকেই জানি, সুয়ারেস সাফল্য পেতে অধীর। সে সহজাত গোল স্কোরার।”
নেইমারের বয়স এখন ২৩ বছর। এত অল্প বয়সে তার এভাবে দায়িত্ব নিয়ে খেলায় মুগ্ধ হওয়ার কথাও জানান চিলির গোলরক্ষক ব্রাভো।