Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫: সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের একটি জোট হাসাকা 10প্রদেশে অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
ডেমক্র্যাটিক ফোর্স অব সিরিয়া শনিবার প্রথমবারের মতো এ ঘোষণা দেয়। তাদের সঙ্গে একজোট হয়ে লড়বে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিস মিলিশিয়া এবং বেশ কয়েকটি সিরিয়ান আরব বিদ্রোহী দল। এ মাসের শুরুতে দলগুলো একজোট হয়।
ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে জোটের একজন মুখপাত্র বলেন, “আজ আমরা আমাদের সামরিক অভিযানের প্রথম পদক্ষেপের ঘোষণা দিলাম।”
“সব দলের অংশ গ্রহণে এবং আন্তর্জাতিক জোটের সমর্থন ও তাদের বিমান হামলার সহায়তায় আইএস’র বিরুদ্ধে যুদ্ধ করা হবে। আমরা হাসাকা প্রদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু ঘোষণা করছি।”
ইরাক সীমান্তবর্তী হাসাকা প্রদেশ আইএস’র গুরুত্বপূর্ণ ঘাঁটি।
মাত্র এক দিন আগে আইএস’র বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীদের পরমার্শ দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সিরিয়ার সেনা পাঠানোর ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র জানায়, আসছে সপ্তায় প্রায় ৫০ জন সেনাকে সিরিয়ার উত্তরাঞ্চলে পাঠানো হবে। তবে তারা কোনো সম্মুখ লড়াইয়ে অংশ নেবে না বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তরা।
এদিকে সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পথ খুঁজে বের করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্ব শক্তি ও আরব বিশ্বের দেশগুলো এক বৈঠকে মিলিত হয়েছে।
তবে সিরিয়ার সরকারী বা বিরোধী দলের কোনো প্রতিনিধি ওই বৈঠকে অংশ নিচ্ছে না।