Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫: নরিচ সিটির জমাট রক্ষণের কারণে এক সময় পয়েন্ট হারানোর 12শঙ্কায় পড়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ মুহূর্তে ইয়াইয়া তুরের গোলে ২-১ ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
ইতিহাদ স্টেডিয়ামে নিকোলাস ওতামেন্দির গোলে এগিয়ে যায় সিটি। ক্যামেরন জেরোমের গোলে সমতায় ফেরে নরিচ। আর শেষ মুহূর্তে আসে তুরের ওই জয়সূচক গোল।
শনিবার রাতে নিজেদের মাঠে শুরু থেকে থেকে একের পর এক আক্রমণ করলেও প্রথম ২৫ মিনিটে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিটি।
খেলার ধারার বিপরীতে ২৮তম মিনিটে এগিয়ে যেতে পারতো নরিচ। প্রতি-আক্রমণে ডি বক্সের মধ্যে থেকে জোরালো শট নিয়েছিলেন ম্যাট জার্ভিস। ঝাঁপিয়ে পড়ে সেটা ঠেকান সিটির গোলরক্ষক জো হার্ট।
অবশেষে ৬৭তম মিনিটে ম্যাচে গোল খরা কাটে। কেভিন ডি ব্র“ইনের কর্নারে হেড করে বল জালে জড়ান আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্দি।
৮৩তম মিনিটে অতিথিদের ইংলিশ স্ট্রাইকার ক্যামেরন জেরোম খুব কাছ থেকে বল জালে জড়ালে পয়েন্ট হারানোর শঙ্কা দেখা দেয় ইতিহাদ স্টেডিয়ামে।
তবে ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটির শীর্ষে থাকাটা নিশ্চিত করেন কোত দি ভোয়ার তারকা মিডফিল্ডার তুরে। রাহিম স্টার্লিংয়ের শট নিজেদের ডি বক্সে হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন
যোগ করা সময়ের শেষ মিনিটে আরেকটি পেনাল্টি পেয়েছিল সিটি। কিন্তু সার্বিয়ার ডিফেন্ডার আলেকসান্দার কোলারভ লক্ষ্যভেদে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি।
এই জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১১ ম্যাচে হলো ২৫।
অন্য ম্যাচে সোয়ানসি সিটিকে ৩-০ গোলে হারানো আর্সেনালের পয়েন্টও ২৫। তবে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে আর্সেন ভেঙ্গারের দল।
ক্রিস্টাল প্যালেস ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড।
আর দিনের প্রথম ম্যাচে চেলসিকে তাদেরই মাঠে ৩-১ গোলে উড়িয়ে দেয় লিভারপুল। ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল। ১৫তম স্থানে থাকা চেলসির পয়েন্ট ১১।