Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫: জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ 16আরও তিনজনকে কুপিয়ে জখমের পরদিন এবার হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন সময় প্রকাশনের সত্ত্বাধীকারী।
প্রকাশক ফরিদ আহমেদ ফরিদ আহমেদ বলেন, রোববার সকাল ১০টার দিকে তার মোবাইল ফোসনে এসএমএম পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়।
“০১৭২১-৪২৫০০৮ নম্বর থেকে একটি এসএমএম এসেছে। তাতে লেখা আছে, ‘নাস্তিকদের অনেক ব্ই ছেপেছ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আল-আহারার ইউকে।”
হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে ফরিদ বলেন, “পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। বন্ধুদের সঙ্গে আলোচনার পর কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।”
শনিবার রাজধানীর লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের এক প্রকাশক শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এর কয়েক ঘণ্টার মধ্যে শাহবাগে জাগৃতি প্রকাশনীর ফয়সল আরেফিন দীপনকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।