Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫: জিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস ও সমতা লেদার 17শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফাইন ফুডস : ফাইন ফুডসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর কিশোরগঞ্জের কটিয়াদির মণ্ডলভোগে অবস্থিত প্রজেক্ট-১ এ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৪৯ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৯.৭৯২ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ০.০০৯ টাকা।
সমতা লেদার : সমতা লেদারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর হাজারীবাগের শের-ই-বাংলা রোডে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৪.৮৩ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ০.৬০ টাকা।