খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫: দুর্বৃত্তদের হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের ঘাড়ে ও শরীরে তিনটি বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই আঘাতগুলো খুব ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কাজী মো. আবু শামা আজ রোববার এ তথ্য জানিয়েছেন। ময়নাতদন্তকারী এই চিকিৎসক বলেন, হামলার ধরন দেখে মনে হয়েছে তাঁকে (ফয়সাল) উপুড় করে আঘাত করা হয়েছে। হামলার পর তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সালের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে নিয়ে যাওয়া হবে।
তাঁর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক হওয়ায় পরিবার নিয়ে তিনি এখানেই থাকতেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা হবে। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।