Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫: বাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩১৩.৩৩ শতাংশ। আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জাহিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ০.১৫ টাকা।
এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩১৩.৩৩ শতাংশ।
অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৫৮ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় হয়েছিল ০.৮৬ টাকা।
এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৮৩.৭২ শতাংশ।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ১২.৪০ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এ সম্পদের পরিমাণ ছিল ১২.৯৮ টাকা।