খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : ‘আজ ঢাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অধিদপ্তরের ই-টেন্ডার কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে বক্তৃতায় জনাব নাহিদ বলেন, ই-টেন্ডার প্রচলনের মাধ্যমে প্রচলিত টেন্ডারের সাথে জড়িত সকল ঝক্কি ঝামেলা দূর হলো। তিনি অনলাইন দরপত্র আহবানকে ডিজিটাল বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, এখন থেকে কোন প্রকার বাধাবিপত্তি চাপ ছাড়াই দরপত্র আহবান প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এতে সারাদেশে শিক্ষা অবকাঠামো নির্মাণের দায়িত্বে নিয়োজিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজের মান আরো উন্নত হবে।
শিক্ষামন্ত্রী বলেন সারাদেশে শিক্ষার ব্যাপক প্রসারের সাথে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে শক্তিশালী করেছে।
শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে ই-টেন্ডারের উদ্বোধন উপলক্ষে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট ট্রাস্ট পরিচালিত নালন্দা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে অনলাইনে দরপত্র আহবান করেন।
অনুষ্ঠানে শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোঃ হানজালাও বক্তৃতা করেন।