Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : D c pic তোফাজ্জল হোসেনঃযুব সমাজকে কাজে লাগাতে পারলে আমাদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না।গতকাল রোববার জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসকের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান একথা বলেন।“জেগেছে যুব জেগেছে দেশ লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম কায়ছার আলী।যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক বিভাগের প্রশিক্ষক মাকজানা আচরার এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আমেনা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোছাঃ সুরাইয়া বেগম।যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ পরিচালক আব্দুর রশিদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী রিয়াজুল ইসলাম সরকার,কম্পিউটার নরসিংদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাখন দাস,যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সষ্ট্রাকটর কৃষিবিধ এম এ মাজেদ,বাসসের জেলা প্রতিনিধি আবু তাহের,প্রশিক্ষনার্থী জুয়েনা আক্তার,পোষাক তৈরীতে সফল আত্মকর্মী সামসুন্নাহার,সফল আত্মকর্মী জসিম উদ্দিন আহমেদ জাহাঙ্গীর প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন তরুণরা সৃজনশীল,মানব সম্পদ উন্নয়নের জন্য তাদেরকে কাজে লাগাতে হবে।আমাদের লক্ষ্য ২০২১ ও ২০৪১ সালের মধ্যে আমাদের লক্ষ্যে পৌছানো। বর্তমানে আমরা যেভাবে এগুচ্ছি সেভাবে এগুলে আমরা অবশ্যই আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।সাধারন শিক্ষায় না এগিয়ে কারিগরি শিক্ষার দিকে আমাদের নজর দিতে হবে।আইসিটিতে কোরিয়ান এবং ভারতীয়রা ব্যাপক উন্নতি করেছে।কোরিয়ানরা টেকনিক্যালের দিকে গুরুত্ব দিয়ে এখন আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। আমাদেরকেও আইসিটিতে উন্নতি করতে হবে।আমরা চেষ্টা করলে অবশ্যই পারব। বরিশালের ছেলে সালমান খান ইউটিউবের মাধ্যমে সারাবিশ্বে সারা জাগিয়েছে।যুবরা আমাদের স্বপ্ন দেখাতে পারে।যা কিছু ভাল,পরিবর্তন,উন্নতি তা যুবদের মাধ্যমে করা সম্ভব।তিনি আরো বলেন সরকারী চাকুরী না খুঁেজ নিজে কর্মসংস্থান সৃষ্টি করে অন্যকে চাকুরী দেন।তিনি এবছর নরসিংদী থেকে জাতীয় যুব দিবসে প্রধান মন্ত্রীর নিকট থেকে সৈয়দা মুনিরা বেগম জাতীয় যুব পদক পাওয়ায় তাকে অভিনন্দন জানান এবং সভায় তার কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন। আলোচনা শেষে ১৩ জনের মধ্যে ৮লক্ষ ৫০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ ও ১০জনকে সনদপত্র প্রদান করা হয়।