Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাus..................................জার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ :মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার রোববার কোরীয় উপদ্বীপকে বিভক্তকারী অসামরিক এলাকা (ডিএমজেড) পরিদর্শন করেন। এ সময় তিনি পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে ও উস্কানি এড়াতে উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে।
পরিদর্শনকালে কার্টারের সাথে দ. কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কো ছিলেন। তারা অবজারভেশন পোস্ট আওলেটে নামে পরিচিত একটি পাহাড়ের ওপর দাঁড়ান। পাহাড়টি দুই দেশের মধ্যে সীমানা রেখার সবেচেয়ে কাছে অবস্থিত।
কার্টার পরে বলেন, যুক্তরাষ্ট্র ছয় জাতির আলোচনা প্রক্রিয়ায় এখনও অঙ্গীকারবদ্ধ। আলোচনার উদ্দেশ্য হল উপদ্বীপকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী প্রায় ১০ মিনিট ওই এলাকা প্রত্যক্ষ করেন।
উ. কোরিয়া ইতোমধ্যে তিনটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এবং চতুর্থ পরীক্ষা চালানোর আগ্রহ প্রকাশ করেছে। দেশটি ২০০৯ সালের এপ্রিলে ছয় জাতি আলোচনা ত্যাগ করে। ছয় জাতির অন্যান্য দেশগুলো হলো-দ. কোরিয়া, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান।
কার্টার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আট দিনের সফরে রয়েছেন। সফরকালে তিনি দ. কোরিয়ায় যাত্রাবিরতি করেন এবং এক ফাঁকে প্রথমবারের মত ওই অসামরিক এলাকা পরিদর্শনে যান।
কার্টার পূর্ব ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রোববার বিকেলের দিকে তার সিউলে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া নিরাপত্তা বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। তিনি কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো সংস্থা (আসিয়ান)’র প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সোমবার সিউল ত্যাগ করবেন।