Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : ইয়েমেন উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে আরব সাগরে সৃষ্ট শক্তিশালী মৌসুমি ঝড় ‘চাপালা’।
সোমবার এটি ইয়েমেন উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।
শুক্রবার রাতেই ক্যাটাগরি-৪ ঝড়ে রুপান্তরিত হওয়া ‘চাপালা’ দ্রুতই শক্তি সঞ্চয় করছে। ঘণ্টায় ১৩০ মাইল বাতাসের বেগে এটি এগুচ্ছে।
উপগ্রহ চিত্রে দেখা যায়, ‘চাপালা’র চোখ ৯ মাইল বিস্তৃত। যা অক্টোবরের শেষে প্রশান্ত মহাসাগরে তৈরি হারিকেন ‘প্যাট্রিসিয়া’র কাছাকাছি।
দেশটির আবহাওয়া অধিদফতরের এক মুখপাত্র বলেন, ভারীবর্ষণ, ভূমিধসসহ ঘণ্টায় ২০০ কি. মি. বেগে দমকা হাওয়া বয়ে ইয়েমেন উপকূল অতিক্রম করবে ‘চাপালা’।