Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
go.......................................
খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ :জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ। এর আগে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ। ওই সময়ের মধ্যে খুনি ও হামলাকারীরা গ্রেফতার না হলে মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল করার ঘোষণা দিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রবিবার ঢাকার শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন। সেইসঙ্গে সোমবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালনের কর্মসূচি ঘোষণা করে ইমরান বলেন, ‘সরকারকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। কিন্তু সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ কেন এই হত্যাকাণ্ড?’
শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন। শনিবারের হামলার ঘটনার আগে চলতিবছর মোট চারজন ব্লগার-লেখক একইভাবে খুন হলেও পুলিশ কোনো মামলারই কিনারা করতে পারেনি।
ইমরান বলেন, পালনের অংশ হিসেবে সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবে। এ ছাড়া সোমবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল করবে গণজাগরণ মঞ্চ। আমাদের দাবি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার খুনি ও হামলাকারীদের গ্রেফতার করলে হরতাল প্রত্যাহার করে নেওয়া হবে।