Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ha...............................
খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ অভিযোগ করেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিএনপির পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী হামলাগুলো পরিচালনা করেছে।
রবিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বলেন, প্রকাশক-ব্লগারদের ওপরে হামলা ও হত্যা, বিদেশি নাগরিক হত্যা এবং তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একই সূত্রে গাঁথা ঘটনা প্রবাহ।
তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে অনেক সাম্প্রদায়িক দল আছে যারা মুক্তমনা লেখনীতে বিশ্বাসী নয়। আর এরাই মুক্তমনা ব্লগার এবং প্রকাশকদের হত্যা করছে।
সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিএনপির এমন বিবৃতির জবাবে হাছান মাহমুদ বলেন, এমন বক্তব্য দেয়ার জন্যই গত কয়েক সপ্তাহ ধরে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে।
এসময় তিনি দেশের সকল মানুষকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সজাগ হাওয়ার আহ্বান জানান।