Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : বাসেলে চলমান সুইজ ইনডোর টেনিস আসরের সেমিফাইনালে 55জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।
স্প্যানিশ তারাক নাদাল সেমির টিকিট নিশ্চিত করতে হারিয়েছেন ক্রোয়েশিয়ার মেরিন সিলিককে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে নাদাল জয় পেয়েছেন ৪-৬, ৬-৩, ৬-৩ সেটে।
সেমিতে নাদালের প্রতিপক্ষ ফরাসি তারকা রিচার্ড গাসকুয়েট।
অন্যদিকে, সুইস তারকা রজার ফেদেরার সেমির ছাড়পত্র হাতে নিয়েছেন বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়ে। ফেদেরার জয় পেয়েছেন ৬-৩, ৩-৬, ৬-১ সেটে। গত আসরের ফাইনালে এই গফিনকে হারিয়েই শিরোপা জিতেছিলেন ফেদেরার।
সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জ্যাক সক। যদি এই ম্যাচে ফেদেরার জিততে পারেন এবং নাদাল হারাতে পারেন গাসকুয়েটকে; তাহলে বাসেলে আরেকটি ফেদেরার-নাদাল ফাইনাল উপভোগের সুযোগ পাবেন টেনিস ভক্তরা।