Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : জাগৃতি প্রকাশানীর স্বত্বাধীকারী ফয়সাল আরেফিন দীপনের 74খুনিদের শনাক্ত করতে সর্বদলীয় বৈঠকের আয়োজন করার পরামর্শ দিয়েছে বিএনপি। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর পরীবাগে দীপনের বাসায় তার শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে এসে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সাংবাদিকদের কাছে এ কথা জানান।
হাফিজ বলেন, দীপন হত্যা দায় সরকার এড়াতে পারে না- এমন মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। গণতন্ত্র না থাকার কারণে এ ধরনের মুক্তমনা লেখকদেরকে হত্যা করা হচ্ছে।’
সরকারকে উদ্দেশ্য করে হাফিজ বলেন, ‘দীপন হত্যার প্রকৃত তদন্ত ছাড়া যেন আপনাদের কর্তা ব্যক্তিরা অন্য কাউকে দোষারোপ না করেন। এই হত্যার সাথে বিএনপিকে জড়াবেন না। প্রয়োজনে যদি আপনাদের সহযোগিতা লাগে, বিএনপি সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত।’
দেশে কোনো আইনের শাসন নেই দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিরোধী দলকে নির্মূল করতে ব্যস্ত। ফলে এই সুযোগে ধর্মান্ধরা এ ধরনের হত্যাকাণ্ড পরিচালনা করার সুযোগ পাচ্ছে।’
তিনি বলেন, দীপন কোনো ব্লগার ছিলেন না। তিনি একজন প্রকাশক ছিলেন। ফলে তার বাবা আবুল কাশেম ফজলুল হককে সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই। এরপরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের পক্ষ থেকে দীপনের শোকার্ত পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি।’
এ সময় তিনি দীপন হত্যাসহ দেশের সকল প্রকার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সকল হত্যার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারেরও দাবি জানান হাফিজ।
শোকার্ত পরিবারের খোঁজ-খবর নিতে দীপনের পরিবারের সদস্যদের সঙ্গে এর আগে প্রায় আধাঘণ্টা কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। তার সঙ্গে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার শাহবাগ আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে দুর্বৃত্তরা হত্যা করে।