Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ০১ নভেম্বর ২০১৫
1কামরুল হাসান, ঠাকুরগাঁও: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বরে সকল মেয়াদ উর্ত্তীর্ণ পৌরসভা নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। তফসিল ঘোষণার পূর্বেই সরগরম হয়ে উঠেছে নির্বাচন উপযোগী পৌরসভাগুলো। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় ইতিমধ্যেই প্রার্থীও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি। গত ১১ অক্টোবর তৃনমুল নেতাকর্মীদের ভোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কশিরুল আলম এর মনোনয়ন চূড়ান্ত করেছে পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
এর আগে জাতীয় পাটির এক সাধারণ সভায় ঠাকুরগাঁও জেলা জাতীয় পাটির শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র গোলাম হোসেনকে জাতীয় পাটির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সর্বশেষ গত ৩১ অক্টোবর পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এক বর্ধিত সভায় বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি রাজিউর রহমান রাজুকে মনোনয়ন প্রদান করে পৌর বিএনপি। সব মিলিয়ে সরগরম হয়ে উঠেছে পীরগঞ্জ পৌর এলাকার প্রতিটি স্তর। মেয়র প্রার্থীদের পাশাপাশি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে নেমে পড়েছেন।