Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ০১ নভেম্বর ২০১৫
TV journalistকামরুল হাসান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটি গঠনে সভাপতি পদে আর টিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলার ফিরোজ আমিন সরকার নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি এসএ টিভির-জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু, সহ-সাধারণ সম্পাদক এশিয়ান টিভির নবীন হাসান, অর্থ ও দপ্তর সম্পাদক সময় টেলিভিশনের জিয়াউর রহমান বকুল, নির্বাহী সদস্য একুশে টিভির এসএম জসিম উদ্দিন, যমুনা টিভির উপজেলা প্রতিনিধি তানভীর হাসান তানু। নির্বাচনে কার্যকারি পরিষদে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে সাধারণ সম্পাদক সহ-সাধারণ সম্পাদক, অর্থ ও দপ্তর সম্পাদক ও নির্বাহী সদস্য পদে মাধ্যমে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হলেও, সভাপতি পদে জয়নাল আবেদীন ৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটম প্রতিদন্দ্বি প্রার্থী হিসেবে চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি মামুন অর রশিদ ৮ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সভাপতি পদে এসএ টিভির-জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু ১১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদন্দ্বি প্রার্থী হিসেবে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি খোদা বকশ্ ডাবলু ৫ ভোট পেয়ে পরাজিত হন। শনিবার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংগঠনের সাধারণ সভায় নির্বাচনে এ কমিটি গঠন হয়। এর আগে সংগঠনের সভাপতি এসএম জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সভা শুরুহয়। সভায় নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন-ঠাকুরগাঁও প্রেসকাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিল্পব, বিটিভির, জেলা সংবাদদাতা আখতার হোসেন রাজা, চ্যানেল ২৪ প্রতিনিধি মামুন অর রশিদ, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি খোদা বকশ ডাবলু প্রমুখ
উল্লেখ্য প্রতি ২ বছর পড় পড় ঠাকুরগাঁওয় জেলায় টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম গঠন তান্ত্রিক প্রক্রিয়ায় হওয়ায় নব নির্বাচিত কমিটিকে শুবেচ্ছা যানিয়েছে জেলার সর্ব স্থতের সাংবাদিক ও সুশিল সমাজ।