খোলাবাজার২৪, রবিবার, ০১ নভেম্বর ২০১৫
কামরুল হাসান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের উদ্যোগে ৩১ অক্টোবর শনিবার দিনব্যাপী নতুন ও পুরাতন হাজীদের নিয়ে এক মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের টাঙ্গন নদীর পশ্চিম পাড়ে অবস্থিত হাজী সংগঠনের প্রস্তাাবিত নিজস্ব মসজিদ প্রাঙ্গণে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আলহাজ্জ একেএম আব্দুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলে রাব্বী, বিশেষ অতিথি পৌরসভার প্যানেল মেয়র বাবলুর রহমান, অধ্যাপক আলহাজ্জ ইউনুস আলী, কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা খলিলুর রহমান, আলহাজ্জ মোদাচ্ছের হোসেন, আলহাজ্জ মো. আব্দুল লতিফ, আলহাজ্জ এড. আব্দুল হালিম, আলহাজ্জ মো. সফিউল ইসলাম, আলহাজ্জ মোমিনুল ইসলাম, আলহাজ্জ মো. সুলতান, আলহাজ্জ ডাঃ নূরুল হুদা, আলহাজ্জ এড. বদিউজ্জামান চৌধুরী, আলহাজ্জ আব্দুল মোত্তালেব মন্টু চৌধুরী প্রমুখ। বক্তাগণ এবার হজ্জব্রত পালন করতে গিয়ে বিভিন্ন সুবিধা অসুবিধা বর্ণনা করেন ও এজেন্ট ও হাজীদের সঠিকভাবে দায়িত্ব পালন করার অনুরোধ জানান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি আলহাজ্জ রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্জ মো. আব্দুল লতিফ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা খলিলুর রহমান। সবশেষে জেলা হাজী সংগঠনের মসজিদ ও কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন সংগঠনের সভাপতিসহ আমন্ত্রিত অতিথিগণ।