খোলাবাজার২৪, রবিবার, ০১ নভেম্বর ২০১৫
কামরুল হাসান, ঠাকুরগাঁও: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছা সেবী সংগঠন দিশারী ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার রাত ১২ টা ১ মিনিটে কেক কাটা হয়। সকালে জতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন শেষে নিশ্চিন্তপুর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিকেলে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়।
অনুষ্ঠানে দিশারী ক্লাবের সভাপতি সোহেল চৌধুরী মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকরামুল হক একরাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক মাসুদুর রহমান বাবু,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনটির সাবেক সভাপতি ওবায়দুর রহমান,দিশারী ক্লাবের সাধারণ সম্পাদক মুরশিদ আলম প্রমুখ।