খোলাবাজার২৪, রবিবার, ০১ নভেম্বর ২০১৫
কামরুল হাসান, দেবীগঞ্জ, পঞ্চগড় ঘুরে: দেবীগঞ্জ উপজেলার টাউনহল-এ বৃহষ্পতিবার দুপুরে সুইজারল্যান্ড ভিত্তিক ক্যাটালিষ্ট এনজিও’র আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে দেবীগঞ্জে জলপাইয়ের বাজারের উপর সেমিনার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন বাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ক্যাটালিষ্ট এর একাউন্ট ম্যানেজার তৌহিদুল ইসলাম, একাউন্ট এক্সিকিউটিভ শাখাওয়াত উল্লাহ, নবনির্বাচিত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির, সাংবাদিক রাহাত হাসান রনি, নুরে আরিফ, রানা এবং বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেবীগঞ্জের জলপাই-এর বাজার উত্তরাঞ্চলের বৃহত্তর বাজার এবং এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারী ও কোম্পানির প্রতিনিধিরা প্রতিদিন প্রায় ১৫-২০ ট্রাক জলপাই দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন বলে জানানো হয়। উল্লেখ্য দেবীগঞ্জ উপজেলার জলপাই বাজারের স্থানীয় জলপাই ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় দেশের বিভিন্ন কোম্পানী যেমন- প্রাণ, স্কয়ার, মোল্লাসহ কুষ্টিয়া, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহীর ব্যাপারীরা জলপাই কিনে নিয়ে যায়। প্রতি কেজি জলপাই ৫ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। রাজবাড়ীর জলপাই ব্যাবসায়ী মজিবর শেখ জানান তিনি এখান থেকে জলপাই কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন এতে তার প্রচুর লাভ হয়। এছাড়াও জলপাই-এ প্রচুর উপকারী গুন আছে। জলপাই থেকে অলিভ ওয়েলসহ বিভিন্ন রোগের ওষুধ ও সু-স্বাদু আচার তৈরী করা হয়। স্থানীয় জলপাই ব্যাবসায়ীদের দাবী জলপাই-এর বাজারে কয়েকটি টিনেট সেড তৈরী করা যাতে তাদের খোলা মাঠে জলপাই ক্রয়-বিক্রয় করতে না হয়।