খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকা-ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ সোমবার বিকেলে শাহবাগ থানায় মামলা করবেন বলে জানিয়েছেন নিহতের বাবা। ছোটবেলার বন্ধু ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ এবং নতুন আরও একটি প্রকাশনা উদ্যোগ দীপনের কাল হয়েছে বলে মনে করেন তার বাবা।
কথা ছিলো দীপনের দাফনের পর রোববার রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের করবেন দীপনের বাবা। পরে পারিবারিক সিদ্ধান্ত হয় দীপনের স্ত্রী ডাঃ রাজিয়া রহমান জলি মামলার বাদী হবেন। সে অনুয়ায়ী দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আসেন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তার কাছ থেকে মতামত শুনে মামলার এজাহারের খসড়া তৈরি করেন শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা। সে সময় সাংবাদিকদের মুখোমুখী হন দীপনের বাবা।
তিনি বলেন, সরাসরি হত্যাকা-স্থলের কোন ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় ধরা না পড়লেও আশপাশের ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। মামলা দায়েরের পর তার তদন্ত ডিবির কাছে হস্তান্তর করা হতে পারে জানিয়েছে পুলিশ। তবে এ হত্যাকা-র বিচার নিয়ে সন্দেহ রয়েছে তার। আদৌ বিচার হবে কিনা।