Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: বউ বদল হরভজনের। তাও আবার উইকিপিডিয়ায়। পাত্রের নাম শচীন টেন্ডুলকার। হরভজনের বিয়ের ফুলের মালা এখনো শুকায়নি। এরই মধ্যে হরভজনের নতুন বউ হয়ে গেলো শচীন টেন্ডুলকারের। অবশ্য এর জন্য কৃতিত্ব দিতে হবে উইকিপিডিয়াকেই।
গীতা বসরার উইকিপিডিয়া পেজের পার্সোনাল লাইফ বিভাগে দেখা যাচ্ছে, এই বলিউড অভিনেত্রী নাকি বিয়ে করেছেন শচীন টেন্ডুলকারকে। বিয়ের তারিখ ২৯ অক্টোবর।
উইকিপিডিয়ায় ভুলের তালিকা করলে আস্ত একটা উইকিপিডিয়া তৈরি হয়ে যায়। বেচারা হরভজন অনেক সাধনায় পেলেন একটা বউ, একদিনের মাথায় তাও আবার কেড়ে নিয়ে শচীনের করে দিল উইকিপিডিয়া!
ডওকও-এর এ ভুল ভাইরাল হয়ে গেছে ওয়েব দুনিয়ায়। পরে অবশ্য ভুল সংশোধন করে নেয় উইকিপিডিয়া কর্তৃপক্ষ।