খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: স্বাস্থ্যই সম্পদ। এই আপ্তবাক্যটি সর্বজন জ্ঞাত হলেও মেনে চলেন ক’জন! সম্পত্তি বৃদ্ধির তাগিদে বা বর্তমান জীবন-যাপনের ধরনে স্বাস্থ্য নামক সম্পদটির দেখভাল ঠিক মতো হয় না অনেকেরই। যার ফল, কম বয়সেই শরীরে নানা রোগের চিরস্থায়ী বন্দোবস্ত। তবে সিঙ্গাপুরের নাগরিকরা আক্ষরিক অর্থেই স্বাস্থ্য সচেতন। হ্যাঁ, সিঙ্গাপুরই বিশ্বের সবচেয়ে সুস্থ দেশ। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ নম্বরে। এদিকে, উপমহাদেশের বাকি দেশগুলোর অবস্থান যথাক্রমে শ্রীলঙ্কা-৫৬ নম্বরে, নেপাল-৮৯ নম্বরে, ভারত-১০৩ নম্বরে, পাকিস্তান ১০০ নম্বরে, পাশের দেশ ভারতের স্থান ১০৩ নম্বরে।
জাতিসংঘ, বিশ্বব্যাঙ্ক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)-র ডেটা বলছে, সিঙ্গাপুরের নাগরিকরা বেশির ভাগই সুস্বাস্থ্যের অধিকারী। সে দেশের বেশির ভাগ নাগরিকই স্বাস্থ্য ভালো রাখতে শরীরচর্চা, পুষ্টিকর খাওয়াদাওয়ার উপর বিশেষ নজর দেন। ব্লুমবার্গ র্যাঙ্কিংয়ে সুস্থ দেশের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ইতালি। তারপর অস্ট্রেলিয়া।
সম্প্রতি প্রকাশিত বিশ্বের প্রথম ২০টি সুস্থ ও স্বাস্থ্যকর দেশের তালিকায় দেখা যাচ্ছে, প্রথম ২০-র তালিকায় সবই এশিয়া ও ইউরোপের দেশগুলির রমরমা। উত্তর ও দক্ষিণ আমেরিকা ওই তালিকায় জায়গা পায়নি। স্থান হয়নি ব্রিটেনেরও। বেলজিয়াম, আয়ারল্যান্ড ও নরওয়ের পর ২১ নম্বরে রয়েছে ব্রিটেন। মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে প্রথম দশে রয়েছে একমাত্র ইজরায়েল।
স্বাস্থ্যবান দেশের তালিকা তৈরিতে দেখা হয়েছে, সংশ্লিষ্ট দেশের নাগরিকদের গড় মৃত্যুর কারণ, ধূমপান করার প্রবণতা, কোলেস্টেরলের পরিমাণ, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইত্যাদি বিষয়গুলি। তাতে ভারতের স্থান বেশ চিন্তার। আফ্রিকার দেশগুলির থেকে কিছুটা ভালো অবস্থায় রয়েছে ভারতের স্বাস্থ্য। তালিকার শেষ দশে কঙ্গো, চাদ, মোজাম্বিকের মতো আফ্রিকার দেশগুলি। এই দেশগুলিতে অপুষ্টি মাত্রাতিরিক্ত।