খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: খালেদা জিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্র তৈরি করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনের রাজত্ব কায়েম করে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চেয়েছিল। জিয়াউর রহমানের পথ ধরে তার স্ত্রী খুনের রাজত্ব কায়েম করেছিল। আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘৩ নভেম্বর জেল হত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘জিয়াউর রহমান খুনিদের রাজত্ব কায়েম করেছিল’ মন্তব্য করে শেখ হাসিনা ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের কথা তুলে ধরেন।
আজ দুপুর ১টা থেকে নেতাকর্মীরা দলে দলে উদ্যানে উপস্থিত হতে শুরু করেন। বিকেল সাড়ে ৩টা নাগাদ তা প্রায় জনসমুদ্রে পরিণত হয়। কেন্দ্রীয় নেতারা প্রথমে বক্তৃতা দেন। জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর জেলা হত্যার খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু তাই নয় তিনি মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেন।
তিনি বলেন, ৩ নভেম্বর অন্ধকার কারাগারে চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। বঙ্গবন্ধুর যারা সঙ্গী ছিলেন, যাদের জন্য পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তাদেরই নির্মমভাবে হত্যা করা হয়।