‘খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫:এক মাসকে প্রতীক ধরে সেবা দেব বছর ভরে’ -এ স্লোগানকে সামনে রেখে পহেলা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ গ্রাহক সেবা মাস ২০১৫ কার্যক্রম পালন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে ২ নভেম্বর ২০১৫, সোমবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ ভিআইপি রোড শাখায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হক।
ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. কাউসারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মনোয়ারুজ্জামান, যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মোঃ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিড লিঃ, মোঃ নুরুদ্দীন, পরিচালক, ভিটালাক ডেইরি এন্ড ফুড ইন্ডাষ্ট্রিজ লিঃ, বদরুল হাসান, চেয়ারম্যান, রিজ পার্ক হোল্ডিংস্ লিঃ, মোঃ আসলাম সেরনিয়াবাত, প্রোপ্রাইটর, কার সিলেকসন, মোঃ আনিসুর রহমান, প্রোপ্রাইটর, জাপান’স অটো, মোঃ আক্কাস, প্রোপ্রাইটর, নেক্সট ষ্টেপ, মোঃ সেলিম, সত্ত্বাধিকারী, এডভান্স টেকনোলজী কনসোরটিয়াম, মোঃ মনিরুজ্জামান মৃধা, সত্ত্বাধিকারী, মৃধা ট্রেড ইন্টারন্যাশনাল, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ, এ কে এম আমজাদ হোসেন এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে বছরের প্রতিটি দিনই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে সেবা মাসকে বিশেষ প্রশিক্ষণ মাস হিসেবে গন্য করে তিনি সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দের সমাগম ঘটে। উল্লেখ্য, ‘সেবা মাস ২০১৫’ এর আওতায় ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকের ১২৮টি শাখায় বিশেষ গ্রাহকসেবা প্রদান করা হবে।