Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোরব মাসে দেশের 67সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৯৬ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে। এ ছাড়া উদ্ধার করেছে চারটি অস্ত্র। আজ সোমবার বিজিবি সত্রে এ জানা গেছে। বিজিবি জানায়, আটক মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৮ লাখ ৭৮ হাজার ১৬৪টি ইয়াবা ট্যাবলেট, ২৭ হাজার ৭৮৪ বোতল ফেনসিডিল, ৫৪৫ কেজি গাঁজা, ২৪ হাজার ৭০৪ বোতল বিদেশী মদ, ২৩ হাজার ৯৪০টি বিভিন্ন ধরনের উত্তেজক ট্যাবলেট, ৩ হাজার ৪১১টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৮ লাখ ৭২ হাজার ৭৫৯টি বিভিন্ন ধরনের অবৈধ ট্যাবলেট। অন্যান্য চারাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৯ হাজার ৬২০টি শাড়ি, ৩ হাজার ৭৫০টি থ্রিপিস, শার্টপিস, ৪২ হাজার ৩৯৪ মিটার থান কাপড়, ১ হাজার ৮৭৭টি তৈরি পোশাক, ১ লাখ ৫৫ হাজার ৩১৩টি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, ১ হাজার ৭৮১ সিএফটি কাঠ এবং ৭ কেজি ৬৬৩ গ্রাম স্বর্ণ। গত মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক, ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ১টি হাতবোমা। বিজিবি জানায়, অক্টোবর মাসে বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬৩ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।