Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: রাশিয়ার বিমান সংস্থা কোগালিমাভিয়া সিনাই উপত্যকায় তাদের বিমান বিধ্বস্তের জন্য ‘বাইরের প্রভাব’-কে দায়ী করেছে। শনিবার এই দুর্ঘটনায় বিমানের সব আরোহী (২২৪) নিহত হয়। বিমান সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো, (বিধ্বস্ত) বাইরের প্রভাবের কারণে এটি হয়েছে।’ বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে। উড্ডয়ন বিশেষজ্ঞদের একটি দল বিধ্বস্ত বিমানের ব্লাক বক্সের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছেন। তবে তারা এখনো শেষ সিদ্ধান্তে আসতে পারেননি।
ক্রেমলিনের একজন মুখপাত্র বিমান বিধ্বস্তের সম্ভাব্য কারণ নিয়ে মন্তব্য না করতে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, ‘আমরা কোনো বিষয়কেই বাদ দিতে পারি না। তদন্ত সবেমাত্র শুরু হয়েছে। আমরা এখনো জানি না, মূল ফোকাস কী হবে।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন বিমান বিধ্বস্তের ঘটনাকে ‘বিশাল ট্র্যাজিডি’ হিসেবে উল্লেখ করেছেন এবং স্বজন হারানো পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মস্কোতে এক সংবাদ সম্মেলনে মেট্রোজেট নামে বিমান সংস্থার একজন পরিচালক দাবি করেন, কারিগরি ত্রুটি বা পাইলটের ভুলের কারণে বিমান বিধ্বস্ত হয়নি। তবে যাই হোক না কেন, একটি বিষয়ে উড্ডয়ন বিশেষজ্ঞরা একমত হয়েছেন, বিমানটি মধ্যাকাশে বিধ্বস্ত হয় এবং ছিন্নভিন্ন হয়ে সিনাই উপত্যকার বিস্তৃর্ণ এলাকায় আছড়ে পড়ে। এদিকে মিশরের সিনাইয়ে রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্তের দায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিলেও রাশিয়া এবং মিশর তা প্রত্যাখ্যান করেছে। এরপর খোঁজা হচ্ছে, ঠিক কোন কারণে বিমানটি বিধ্বস্ত হয়।