Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

85খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: বিচিত্র এই পৃথিবীতে কত কিছুই ঘটে। তবে এবার ইংল্যান্ডে যে ঘটনা ঘটেছে, অন্য যে কোনো ঘটনার চেয়ে এই ঘটনাটি যে বেশি বিষ্ময়কর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
একটি জীবিত গাছের বয়স সর্বো”চ কত হতে পারে? অধিকাংশের অভিমত হয়তো ৫০০ বছর অতিক্রম করবে না। কিন্তু ব্রিটেনের একটি গাছের বয়স আনুমানিক ৩,০০০ থেকে ৫,০০০ বছর।
এরচেয়েও আশ্চর্যজনক ঘটনা হলো এই গাছটির জন্মের ৩,০০০ বছর পরে এর লিঙ্গ পরিবর্তিত হয়েছে। অর্থাৎ পুরুষ গাছটি নারী গাছে পরিণত হয়েছে।
ফর্টিঙ্গেল ইউ নামের গাছটিকে পুরুষ গাছ বলা হচ্ছে কারণ গাছটির পরাগরেণু আছে যা নারী গাছের রেডবেরি ফল উৎপাদনে সহায়তা করে।
কিন্তু উদ্ভিদবিজ্ঞানীরা এই গাছটির একটি ডালে ৩টি রেড বেরি ফল দেখে দারুণ অবাক হয়ে যান এবং তারা বলেন গাছটি অথবা এর একটি অংশ নারী গাছে পরিণত হয়েছে।
ম্যাক্স কোলম্যান নামের এক বিজ্ঞানী বলেন, ‘সাধারণত ইউ গাচ নারী বা পুরুষ উভয় প্রকার গাছ হতে পারে। এই গাছটিকে আমরা এতদিন ধরে পুরুষ গাছ বলেই জানতাম। কিন্তু গাছটিতে তিনটি ফল দেখে আমি অবাক হয়েছি। কারণ গাছটি নারীতে রূপান্তরিত হয়েছে।’
গাছটি দেখার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা যায়।