খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: ইসলামী আইন ভাঙ্গল চট্টগ্রামের এই মুসলীম পরিবার। রাশেদ নামের জনৈক যুবক তার আপন মায়ের বোন কে বিয়ে করেছে।
বিলম্বের প্রকাশিত এ খবরে জানাযায়, বেশ মোটা হওয়ায় খালার বিয়ে হচ্ছিল না। তাছাড়া খালার সাথে অনেক দিনের গোপন প্রেম ও শারীরিক সম্পর্ক তৈরি হয় রাশেদের। এমন অবস্তায় কালুরঘাট এলাকাবাসীর হাতে ধরা পরে।
পরে এলাকাবাসির চাপে পড়ে, ইসলামীনিয়ম ভাঙ্গতে হয়। রাশেদের মা আমেনা অবশ্য জানিয়েছেন, তার পুত্র রাশেদ পুত্রবধু তথা বোন হামিদাকে নিয়ে ভালই আছে। সুখে সংসার করছে। তিনি, অবহেলিত নারীদের গতিকুলদেওয়ার আহবান জানিয়েছেন।
এদিকে এ ঘটনা ক্ষুব্ধ লোকজন হেফাজত আমির আল্লাম শফি হুজুরের কাছে যাওয়ার পর এদের ফাঁসি দাবি করেন হুজুর।