Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ডাক দিবেন বিএনপি চেরপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির নীতিনির্ধারণী একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এসব নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারকে রহমানের সঙ্গে দলের বিষয়ে নানান আলোচনা করেছেন। খালেদা জিয়া দেশে ফিরেই দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসবেন। এরপরই জোট নেতাদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন ভাবছে না তারা (বিএনপি)। তাদের দাবি- জাতীয় নির্বাচন নিয়ে দেশে একটি বড় ধরনের সংকট দেখা দিয়েছে। এর সমাধান না করেই সরকার আবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে। এভাবে ধীরে ধীরে গণতন্ত্রকে পুরোপুরি কবর দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় ক্ষমতাসীনরা। তাই আন্দোলনের মাধ্যমেই দেশ, জনগণ ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
বিএনপি নেতারা বলছেন, দেশে গণতন্ত্র বলে কিছু নেই। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এই ভোটবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোন বিকল্প নেই। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোনের মাধ্যমে আগামী বছরেই এ সরকারকে বিদায় করবে বিএনপি।
গত মঙ্গলবার ভোলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিনা ভোটের নির্বাচন দিয়েই তারা (আওয়ামী লীগ) পাঁচ বছর কাটিয়ে দিতে চায়। সরকারের এ স্বপ্ন কখনো পূরণ হবে না। আগামী বছর এই সরকারের পতন হবে। আমাদের নেত্রী লন্ডন থেকে ফিরে এসে আন্দোলনের ডাক দেবেন। আর তখন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ সরকারের কবর হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলেই জোট নেতাদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বলেন, এ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছেই। তবে বর্তমানে আমাদের দল পূনর্গঠনের কাজ চলছে। পর্যায়ক্রমে সবই হবে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে আগামী ১০নভেম্বর তার ঢাকা ফেরার কথা রয়েছে।