Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল 8আরেফীন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদ রশীদ টুটুল, কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে হত্যাচেষ্টার প্রতিবাদে আধা বেলা হরতাল পালন করছে গণজাগরণ মঞ্চ। সারা দেশে সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে হরতাল সুষ্ঠুভাবে পালিত হচ্ছে বলে জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে শাহবাগ মোড় এলাকায় কোনো যান চলাচল করছে না। ইমরান এইচ সরকারের নেতৃত্বে হরতাল সমর্থনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।
ইমরান এইচ সরকার বলেন, ‘ব্লগার, লেখক, প্রকাশক থেকে শুরু করে যারাই উগ্রবাদী চিন্তার সঙ্গে দ্বিমত পোষণ করে, তাদেরকেই হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা দুদিন ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছি। আজ অর্ধবেলা হরতাল পালন করছি।’
তিনি বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল কর্মসূচি পালন করছে এবং কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই সারা দেশে এ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। তাই সারা দেশে গণজাগরণ মঞ্চসহ সমমনা যেসকল সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং সাধারণ মানুষ যারা রাজপথে নেমে হরতাল পালন করছে তাদের ধন্যবাদ জানাই।