Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: সমস্যার আরেক নাম যেখানে চেয়ার সেখানে আধুনিক চেয়ারে শেষ পর্যন্ত স্বস্তি পেলো তুরস্কের নারীরা। পুরুষের সাথে অপরিচিত নারীরা সহজে বসতে পারে না। বসলেও দূর থেকে অন্যের চোখে পড়লে তাদের প্রেমিক-প্রেমিকা ভাবার সম্ভাবনা থাকে। তাই নারীরা বিব্রত বোধ করে।
ইস্তাম্বুলের কিছু পার্কে এমনই অসস্তিতে আছে নারীরা। তারা অপরিচিত পুরুষদের সাথে বসতে অস্বস্তি প্রকাশ করায় তাদের জন্যে টিউলিপ ফুলের মতো দেখতে উজ্জ্বল রঙের অভিনব এক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। যেখানে নারীরা বিনা-দ্বিধায় বসতে পারেন। চেয়ারটি ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। কোনো নারী যেকোনো সময় যেকোনো দিকে মুখ ঘুরিয়ে বসতে পারেন।
হাবেরলার নিউজ নামে একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে বিবিসি মনিটরিং বিভাগ এই খবরটি প্রকাশ করেছে।
খবরে বলা হচ্ছে, শহরের পার্কে এরকম প্রায় ছ’শো চেয়ার বসানো হয়েছে। চেয়ারটির পেছনের দিকে হেলান দেয়ার যে জায়গা সেখানে নারীদের ব্যাগ ঝুলিয়ে রাখারও ব্যবস্থা আছে। আর যখন চেয়ারটি ব্যবহার করা হবে না তখন সেটি ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যাবে, যা দেখতে একটি ফুলের মতো। দেখে মনে হবে যে পার্কে নানা রঙের টিউলিপ ফুটে আছে।
এ ব্যাপারে শহরের মেয়র জানান, পার্কে রক্ষণশীল পোশাকে বসে থাকা ক্লান্ত এক নারীকে দেখে অভিনব এই চেয়ারের আইডিয়াটি এসেছে। দেখা গেছে ওই নারী অপরিচিত কোনো পুরুষের সাথে বসতে চাচ্ছিলেন না।
তিনি বলেন, কোনো নারী যদি পুরুষের সাথে পার্কে একই বেঞ্চে বসেন তাহলে হয়তো গুজব ছড়িয়ে পড়তে পারে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। আর সেকারণেই নারীদের জন্যে পার্কে এই চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।