খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: অক্টোবর মাসে রেমিটেন্স কমে গেছে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অক্টোবর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন ১০৮ কোটি ৭৬ লক্ষ ডলার। সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছিলেন ১৩৪ কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
আগস্ট মাসে রেমিটেন্সের পরিমাণ ছিলো ১১৯ কোটি ৫০ লক্ষ ডলার। আর চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) তারা ১৩৮ কোটি ৯৫ লক্ষ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৩ কোটি ১৪ লক্ষ ডলার। বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ এক কোটি ৩২ লক্ষ ডলার।
দেশীয় মালিকানাধীন বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ৯১ লক্ষ ডলার। আর বিদেশি মালিকানার মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৩৭ লক্ষ ডলার। বরাবরের মতো সেপ্টেম্বরেও সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৭ কোটি ৮০ লক্ষ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালের অক্টোবর মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১০১ কোটি ৮০ লক্ষ ডলার।