খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: এক মাসের জন্য কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করছে সরকার। সরকার বলছে কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন এবং দেশের অভ্যন্তরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি করা গেলে পাট শিল্পের পুরনো সুদিন আবারো ফিরো আসবে। সম্প্রতি সরকার দেশের ভিতরে ৬টি পণ্য ধান, গম, চাল, ভুট্টা, চিনি ও সার মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে।বাংলাদেশে আগামী ৩০শে নভেম্বরের পর অর্থাৎ ডিসেম্বর থেকে এই বিষয়ে অভিযান শুরু করা হবে।
এসব বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন নরসিংদী আলীযান জুট মিলের মালিক মাহবুবুর রহমান পাটোয়ারী।
সরকারের এই সিদ্ধান্তে পাট শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কি লাভ এর উত্তরে মাহবুবুর রহমান পাটোয়ারী বলেন, বর্তমানে পাটের খুব সংকট চলছে। সেই সংকটের কারণে আমাদের জুট মিলগুলি পাট কিনতে পারছে না। যেহেতু ফরিয়াদের হাতে পাট চলে গেছে। গত দুই সপ্তাহ ধরে পাটের অস্বাভাবিক দাম লক্ষ্য করা যাচ্ছে। মণ প্রতি পাটের দাম ৭শ’ থেকে ৮শ’ টাকা বেড়ে গেছে যার জন্য আমরা পাট পাচ্ছিনা। সরকার ৩০শে নভেম্বর থেকে বাধ্যতামূলক পাট আইন চালু করতে যাচ্ছে। যার জন্য প্রচুর পরিমাণে ব্যাগের দরকার। সেই ব্যাগের জন্য আমাদের যে পরিমাণ পাট প্রয়োজন, দাম বেড়ে যাবার জন্য ফরিয়ারা মাল ধরে রাখছে এবং সেজন্য পাট পাচ্ছিনা। এই সিদ্ধান্ত আমাদের জন্য কিছুটা উপকার হবে।
ফরিয়ারা যে মাল ছাড়বে যেগুলো তারা ধরে রেখেছে এর নিশ্চয়তা কি এর উত্তরে মাহবুবুর রহমান বলেন, সরকারের যে পাট আইন আছে তাতে বলা আছে কেউ এক মাসের বেশি পাট মজুত করতে পারেনা। আমাদের তরফ থেকে সরকারের কাছে একটা অনুরোধ ছিল বাংলাদেশের অভ্যন্তরে জুটমিলগুলোর যে পরিমাণ চাহিদা আছে এই চাহিদা পূরণ করার পর কোন অতিরিক্ত পাট থাকে তাহলে সরকার সেটা রপ্তানি করতে পারবে। যেহেতু এই মুহূর্তে সরকার নিশ্চিতনা গত মৌসুমে কি পরিমাণ পাট উৎপাদন হয়েছে। সেজন্য সরকার হয়তো একটা সাময়িক পদক্ষেপ নিয়েছে।
কিছু পণ্য মোড়কজাত করবার জন্য সরকার বাধ্যতামূলক করেছে তার জন্য ঠিক কি পরিমাণ পাটের মজুদ বা সরবরাহ দরকার এর উত্তরে মাহবুবুর রহমান বলেন, সরকার যদি বাধ্যতামূলক পাট আইন করে তার জন্য সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ মেট্রিকটন পাট দরকার হবে। আমাদের দেশে পাট উৎপাদন করার ক্ষমতা আছে ১২ থেকে ১৩ লাখ মেট্রিকটন। কিন্তু বর্তমানে হয়তো ৫ থেকে ৬ লাখ মেট্রিকটন পাট উৎপাদন হচ্ছে। যেহেতু পাটের চাহিদা এতদিন এত বেশি ছিলনা।
বাংলাদেশ পাট উৎপাদনকারী দেশ হিসাবে দ্বিতীয় হলেও, পাট শিল্পকে কেন লোকসানি শিল্প হিসাবে বিবেচনা করা হয় এর উত্তরে মাহবুবুর রহমান বলেন, আমাদের দেশে পাট শিল্প ৯০ ভাগ বিদেশে রপ্তানি নির্ভর। যেখানে ভারত ৯০ ভাগ অভ্যন্তরীণ বাজারের ওপর নির্ভর করে। ভারত অনেক আগেই বাধ্যতামূলক পাট আইন করেছে। ভারত অনেক আগে থেকেই কৃষি পণ্যের মোড়কীকরনের জন্য পাটের ব্যবহার করে আসছে। যার জন্য ভারতের শিল্প পাটজাত পণ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের দেশের পাট শিল্প যেহেতু রপ্তানি নির্ভর। মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে এবং ইউরোপে যে খারাপ অবস্থা চলছে সব কিছু মিলে পাটের ওপর একটা খারাপ সময় যাচ্ছে। যার জন্য আমাদের পাট শিল্পে লোকসান হচ্ছে।