Tue. Jul 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: বিয়ের আসরে মজা-ঠাট্টা-ইয়ার্কি চলতেই থাকে। বরের ভাই-বন্ধু আর কনের বোন-বান্ধবী। খুনসুটি-ইয়ার্কিতে জমে ওঠে বিয়ের আসর। কিন্তু, সেই মজাই এক কনের মর্মান্তিক পরিণতি ডেকে আনল চিনের শ্যানডং প্রদেশের জাওঝুয়াংয়ে। বর্তমানে ওই কনে হাসপাতালে কোমাচ্ছন্ন।
বিয়ের আসরে কনেকে নিয়ে একটু মজা করতে গিয়েছিলেন বরের বন্ধুরা। মজা করতেই গাউনে সুসজ্জিত কনেকে তাঁরা ছুঁড়ে দেন বাতাসে। এবার কনেকে লুফে নেওয়ার পালা। আর সেখানেই ছন্দপতন। কনেকে লুফে নিতে ব্যর্থ হন বরের বন্ধুরা। ফলে পপাত ধরণীতলে কনে। সোজা মাটিতে এসে আঘাত করে কনের মাথা। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। বিয়ের গাউনে সজ্জিত কোমাচ্ছন্ন কনেকে নিয়ে তখন হাসপাতালে ছোটেন আত্মীয়রা। বর্তমানে ওই যুবতির শারীরিক অবস্থা স্থিতিশীল।-এনাডু।