Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: হরতালে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ 25নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির বিদেশ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়।
ব্লগার-প্রকাশকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের আহ্বানে মঙ্গলবার সকাল থেকে অর্ধদিবস হরতাল পালন করা হচ্ছে।
যুক্তরাজ্যের বিদেশ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয় দেশটির নাগরিকদের নিরাপত্তায় সোমবার বাংলাদেশ সময় গভীর রাতে দেশটির ভ্রমণ বিষয়ক বার্তা হালনাগাদ করে।
বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বিদেশী নাগরিকদের (বিশেষ করে পশ্চিমা নাগরিক) ওপর হামলা হতে পারে।’
ওই বার্তায় গুরুত্বের সঙ্গে এই তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ‘বাংলাদেশে মঙ্গলবার সকাল থেকে অর্ধদিবস সাধারণ হরতাল আহ্বান করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সময়ে কারও ঘর থেকে বের না হওয়াই ভাল।