Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রীয়ভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে জাতীয় চার নেতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে কেন্দ্রীয় কারাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অনেক দেশের সঙ্গেই আমাদের বন্দিবিনিময় চুক্তি নেই। তাই এসব বিষয়ে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনেই তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে যা বলেছেন তাই চূড়ান্ত। সে অনুযায়ী চেষ্টা চলছে।
মিলাদে আরও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন এমপি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।