Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

D.c picture -2খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫:তোফাজ্জল হোসেনঃশর্ত পূরন না করলে এসিড বিক্রির লাইসেন্স বাতিল করা হবে,গত মঙ্গলবার ৩নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,পাপড়ি,এসিড সারভাইভরস ফাইন্ডেশনের যৌথ আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায়“লাইসেন্স বিহীন এসিড বিক্রি ও ব্যবহার বন্ধে এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান একথা বলেন।পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রথমে সভার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন পাপড়ির কর্মকর্তা সিদ্দিক রুবেল এবং মাল্টিমিডিয়া উপস্থাপন করেন নুর হোসেন। এর পর শুভেচ্ছা বক্তব্য রাখেন পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ।মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আইয়ুব খান,আবেদ টেক্সটাইল মিলের পরিচালক মাহবুবুর রহমার মনির,নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার,এসিড বিক্রেতা সামসুল আলম,এসিড আক্রান্ত নাছিমা আক্তার প্রমুখ।প্রধান অতিথি আরো বলেন এখন থেকে তদন্ত করে এসিডের লাইসেন্স প্রদান করা হবে,আর যারা ব্যবসা করছেন তারা শর্তপূরন না করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।তিনি এসিডের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন এসিডের ভয়াবহতা সেদিন গায়ে লাগবে যেদিন আপনার দোকান থেকে এসিড নিয়ে আপনার সন্তানের উপর নিক্ষেপ করা হবে।সরকার এবং এনজিওরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।তবে সচেতনতার কাজটি বেশী এনজিওরাই করছে এটা অস্বীকার করার সুযোগ নেই।গত একবছর যাবত এসিড নিয়ন্ত্রন কমিটির কোন সভা না হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করে বলেন এটা খুবই দুঃখজনক।এতে অপরাধীরা তাদের অপকর্ম চালিয়ে যেতে বাঁধা প্রাপ্ত হচ্ছে না।ফলে এসিড আক্রান্তের ঘটনা ঘটছে। আন্তরিকভাবে দেশকে ভালবেসে যে যার অবস্থান থেকে কাজ করলে যে কোন সমস্যার সমাধান ও দেশের উন্নয়ন সম্ভব। তিনি পাপড়ির কার্যকর্মের প্রশংসা করে বলেন আমি আশা করি জেলার প্রতিটি এনজিও জনগনের উন্নয়নে এগিয়ে আসবে।