Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫:ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে মিথ্যা মামলায় আবারও ১ দিনের রিমান্ড দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, বিরোধী মতের মানুষদেরকে নির্যাতনের অন্যতম হাতিয়ার এখন রিমান্ড। বর্তমান অবৈধ সরকার এর যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে একটি একদলীয় দেশ গঠনের পথে এগোচ্ছে। একটি জনপ্রিয় ছাত্রসংগঠনের সভাপতিকে দফায় দফায় রিমান্ড সে ইঙ্গিতই বহন করছে।
নেতৃদ্বয় আরও বলেন, এ পর্যন্ত ছাত্রদল সভাপতিকে মিথ্যা ও বানোয়াট মামলায় যেভাবে মাসের পর মাস রিমান্ড দেয়া হয়েছে দেশে আইনের শাসন থাকলে তাকে হয়ত সে কয়েক মাস জেলও খাটতে হত না।
নেত্বদ্বয় অবিলম্বে ছাত্রদল সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি করেন।
প্রসঙ্গত, বুধবার মতিঝিল থানার ১ মামলায় আদালত ছাত্রদল সভাপতিকে ১ দিনের রিমান্ড দেয়।