Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: নাশকতার তিন মামলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন না মঞ্জুর করে আদালতের পাঠানোর প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করবেন দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
নাশকতার তিন মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন নাকচ করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেফতর হন ফখরুল। এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর মধ্যে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় গত ১৬ এপ্রিল হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান মির্জা ফখরুল।
এরপর পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার এক মামলায় ১৮ জুন পুলিশের প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সেখানেও ফখরুলের জামিন বহাল থাকে। আর পল্টন থানার ওই তিন মামলায় গত ২১ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আদালত পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড করে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে দেওয়ার পর ১৩ জুলাই তিন মামলায় জামিন পান মির্জা ফখরুল।