খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: বিদেশে থেকে খালেদা জিয়া গুপ্তহত্যা চালাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মন্তব্য যথার্থ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘নিশ্চিত তথ্যের ভিত্তিতেই প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ।’
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে এসব কথা বলেছেন।
গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন,বিদেশে থেকে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন। তিনি লেখক, প্রকাশক, ব্লগার ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরগুপ্তহত্যা চালাচ্ছেন।
লেখক-প্রকাশককে হত্যা ও হামলাকারীদের সম্পর্কে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যারা ধরা পড়ছে, এদের সবার রাজনীতি শুরু জামায়াত-শিবিরের মাধ্যমে।
পরে তারা জঙ্গি কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়।’ প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যামামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামিরা অচিরেই ধরা পড়বে।’ এ ছাড়া তিনি বলেন, ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত যত মামলা হয়েছে সবই গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। শিগগিরই সত্য উদঘাটিত হবে।’
দেশের গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো ব্যর্থতা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো ব্যর্থতা নেই। আমাদের একটু সময় দিন। সত্য উদঘাটনে কিছুটা সময় লাগছে।’
দেশের পরিস্থিতি ভাল বলেও এ সময় মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।