Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার হত্যার পূর্ণ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এমন কথা বলেন।
এসময় ডুজাররিক বলেন, বাংলাদেশে আমরা যে প্রকাশককে হত্যা করতে দেখেছি, তাতে আমাদের অবশ্যই তীব্র নিন্দা জানানো উচিত। এই ঘটনার পূর্ণ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, গত শনিবার বিকালে লালমাটিয়ায় দুর্বৃত্তদের হামলায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ ৩ জন আহত হন। একই দিন সন্ধ্যায় শাহবাগে দুর্বৃত্তদের হামলায় জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপন নিহত হন।