খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: কুয়াশার কারণে ব্রিটেনের হিথরো বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হচ্ছে। পর পর তিনদিন হিথরো বিমানবন্দরে ঘনকুয়াশা পড়ায় ৫০ অধিক বিমান বাতিল করা হয়েছে।
লন্ডনে আরও কয়েকটি বিমানবন্দর আছে। সেগুলোতেও কুয়াশার কারণে বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।
উড়ানের নির্দিষ্ট সময় সম্পর্কে নিশ্চিত না হয়ে বিমানবন্দরে আসবেন না বলে, যাত্রীদের জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।
লন্ডনে আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ট্র্যাভেল মার্কেটে অংশ নিতে আসা বহু প্রতিনিধি বিমান বিভ্রাটের কারণে সঠিক সময়ে এসে পৌঁছাতেই পারেননি। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ, ইজিজেট, ফ্লাইবি, সিটিজেট এবং সুইস এয়ারের।